কতো নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ এর রচিত একটি উপন্যাস। হুমায়ুন আজাদ ছিলেন একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, গল্পকার এবং সমালোচক। তার “কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী” বইয়ের একটি পিডিএফ ফাইল ই-বুক আমরা অনলাইনে খুজে পেয়েছি এবং বাংলাদেশের এই বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ এর অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যেকোন সময় বই ডাউনলোড করে পড়তে পারবেন। ১১১ পাতার কতো নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী বাংলা বইটি একটি অধিক পঠিত উপন্যাস যা ১৯৯২ সালে আগামী প্রকাশনী প্রথম প্রকাশ করে ।
বায়ান্নের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস। তবে আয়তনের স্বল্পতার কারণে এটিকে উপন্যাস না বলে উপন্যাসিকা বলা যেতে পারে। বড় গল্প বলাটা হবে অধিকতর শ্রেয়। তবে উপন্যাস, উপন্যাসিকা বা বড় গল্প যে নামেই এটিকে ডাকা হোক না কেন, একটা কথা মানতেই হবে যে জহির রায়হানের এই ‘একুশে ফেব্রুয়ারি’ নিঃসন্দেহে বায়ান্নের ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিনের ঘটনাকে উপজীব্য করে লেখা বাংলা সাহিত্যের অন্যতম সেরা রচনা। D O W N L O A D T H E B O O K
Comments
Post a Comment