Skip to main content

লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ




বাংলা সাহিত্যের প্রথাবিরোধী লেখক ড. হুমায়ুন আজাদ। বহুমুখী প্রতিভাধর বিশিষ্ট এই ভাষাবিজ্ঞানী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং সভাপতি। তার লেখার বড় অংশ জুড়ে রয়েছে বাংলা ভাষা, সাহিত্য, এর শব্দভাণ্ডার ও তাদের ইতিহাস। তার রচিত লাল নীল দীপাবলী, কতো নদী সরোবর, বাঙলা ভাষার শত্রুমিত্র প্রভৃতি গ্রন্থ নিশ্চিতভাবেই সুদীর্ঘকাল ধরে আমাদের মাতৃভাষার ইতিবৃত্ত সম্বন্ধে সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জ্ঞানতৃষ্ণাকে তৃপ্ত করে যাবে এবং সমৃদ্ধ করবে বাংলার সাহিত্যভাণ্ডারকেও।

লাল নীল দীপাবলী'র চমৎকারিত্ব তার নামেই রয়েছে। এটি লেখা হয়েছে বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাসকে কেন্দ্র করে। হুমায়ুন আজাদ তার চমৎকার বাক্যশৈলীর মাধ্যমে বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাসকে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন পাঠকের সামনে। তার স্বভাবসুলভ আন্তরিকতার মাধ্যমে তিনি সময়ের গহ্বর থেকে পাঠকের জন্য খুঁজে এনেছেন লুইপা, কা‎হ্নপা থেকে আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের, যাদের অবদানে জ্বলে উঠেছে বাংলা সাহিত্যের লাল নীল দীপাবলী।

লেখক নিজে বাংলা বিভাগের মেধাবী একজন ‌শিক্ষক হওয়ায় সহস্রাধিক বছরের প্রাচীন বাঙলা সাহিত্যের ক্রমবিবর্তনকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হয়েছে তার পক্ষে। সময় থেমে থাকে না কারো জন্য, গোপনে বয়ে চলে সে। সাহিত্যও এগিয়ে চলে সময়ের সাথে সাথে, এভাবেই ঘটে তার বিকাশ, তার রূপান্তর। হুমায়ুন আজাদ এই বিকাশের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে তুলেছেন, গভীর মমতায় রূপায়িত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

হাজার বছর আগে কেমন ছিল আমাদের মাতৃভাষা? আজকের মতন কি তখনো এভাবে সাহিত্য রচিত হতো? তখনো কি কবিদের মনে পংক্তি ভিড় করে এসে আবদার করে বলতো, "আমাকে ছন্দ দিয়ে, অলংকার দিয়ে সাজাও, পদ্য লেখো আমাকে নিয়ে"? কী নিয়ে কবিতা লিখতেন সেকালের কবিরা? প্রেম? ভালোবাসা? দ্রোহ? নাকি অন্য কিছু নিয়ে?— এমনই হাজারো প্রশ্নের আলো দেখাবে 'লাল নীল দীপাবলী'।

বইটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন 

D O W N L O A D     T H E      B O O K 


Comments

Popular posts from this blog

একুশে ফেব্রুয়ারি

বায়ান্নের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস। তবে আয়তনের স্বল্পতার কারণে এটিকে উপন্যাস না বলে উপন্যাসিকা বলা যেতে পারে। বড় গল্প বলাটা হবে অধিকতর শ্রেয়। তবে উপন্যাস, উপন্যাসিকা বা বড় গল্প যে নামেই এটিকে ডাকা হোক না কেন, একটা কথা মানতেই হবে যে জহির রায়হানের এই ‘একুশে ফেব্রুয়ারি’ নিঃসন্দেহে বায়ান্নের ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিনের ঘটনাকে উপজীব্য করে লেখা বাংলা সাহিত্যের অন্যতম সেরা রচনা। D O W N L O A D     T H E     B O O K  

Sapiens : A Brief History of Humankind

New York Times Bestseller A Summer Reading Pick for President Barack Obama, Bill Gates, and Mark Zuckerberg From a renowned historian comes a groundbreaking narrative of humanity’s creation and evolution—a #1 international bestseller—that explores the ways in which biology and history have defined us and enhanced our understanding of what it means to be “human.” One hundred thousand years ago, at least six different species of humans inhabited Earth. Yet today there is only one—homo sapiens. What happened to the others? And what may happen to us? Most books about the history of humanity pursue either a historical or a biological approach, but Dr. Yuval Noah Harari breaks the mold with this highly original book that begins about 70,000 years ago with the appearance of modern cognition. From examining the role evolving humans have played in the global ecosystem to charting the rise of empires,  Sapiens  integrates history and science to reconsider accepted narratives, connect pa...

No Filter

“The most enrapturing book about Silicon Valley drama since Hatching Twitter” (Fortune), No Filter “pairs phenomenal in-depth reporting with explosive storytelling that gets to the heart of how Instagram has shaped our lives, whether you use the app or not” (The New York Times). In 2010, Kevin Systrom and Mike Krieger released a photo-sharing app called Instagram, with one simple but irresistible feature: It would make anything you captured look more beautiful. The cofounders cultivated a community of photographers and artisans around the app, and it quickly went mainstream. In less than two years, it caught Facebook’s attention: Mark Zuckerberg bought the company for a historic $1 billion when Instagram had only 13 employees. That might have been the end of a classic success story. But the co-founders stayed on, trying to maintain Instagram’s beauty, brand, and cachet, considering their app a separate company within the social networking giant. They urged their employees to make chang...