বিজ্ঞানের বিল্পবের ফল আজকের এই পৃথিবী।এই ক্রমবর্ধমান পরিবর্তনে নেই কোন অন্ধবিশ্বাস,কোন প্রথার ঠাই।মুক্তচিন্তা এবং অনুসন্ধিৎসা মিথ্যা ও সঙ্কটপূর্ণ পথকে কে অতিক্রম করে সত্যের দ্বারকে যখন উন্মেষিত করতে চাইছে প্রতিনিয়ত,ঠিক তখনি তথাকথিত বিশ্বাসীর দল মধ্যযুগীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে পৃথিবীতে নিয়মিত কলহ বাঁধিয়েই চলছে।তার ফলস্বরূপ চারিদিকে ঘটে চলছে হত্যা,অনাচার,অশান্তি,ধ্বংস।যেন তারা বিভিন্ন মিথ্যা,প্রথার জালে ফেলে পৃথিবীকে অন্ধকারের দিকে ঠেলে দিতেই সধা ব্যাস্ত।যত অন্যায়ের মূলে এইসব অন্ধবিশ্বাস,প্রথা, রীতি বর্জন করা এখন অতীব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।
প্রিয় লেখক হুমায়ুন আজাদ “আমার অবিশ্বাস”, বইটির প্রতিটি পরিচ্ছেদে তিনি শুধু প্রথার বিরুদ্ধেই তার অবিশ্বাস দেখাননি,অনেক গভীরতম বিষয়েও তার অবিশ্বাসের কথা তিনি বলেছেন। যেন মনে হয় এই দেশে ওই সময়ে তিনিই বড় করে বলতে পারতেন ‘আমি অবিশ্বাসী’।
বইটির সাতটি পরিচ্ছেদের প্রতিটি পড়েই যেন নতুন চিন্তার জাগরণ হয়।তৃতীয় পরিচ্ছেদে তার অনুবাদ করা কীটসের কবিতা “ode to a nightingale” পড়ে মুগ্ধ হতে হয়।হুমায়ুন আজাদ তার এই দার্শনিক গ্রন্থটি উৎসর্গ করেন বারটান্ড রাসেলকে।
বইটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন
Comments
Post a Comment